4 意见· 10/19/23· 新闻与政治

Hotel 71 এর রান্নাঘরে তেলাপোকা, সিইও বলছে আমাকে গ্রেপ্তার করুন | Daily Issues | BFSA | ভোক্তা অধিকার


news
订户

#daily_issues #vokta_odhikar #hotel71


Hotel 71 এর রান্নাঘরে তেলাপোকা, সিইও বলছে আমাকে গ্রেপ্তার করুন| Daily Issues | BFSA | ভোক্তা অধিকার


অদ্য ০৪/১০/২০২৩ খ্রিস্টাব্দ তারিখ রোজ বুধবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আক্তারুজ্জামান এর নেতৃত্বে "Hotel 71" পুরান বিজয়নগর, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিজানকালে প্রতিষ্ঠানটির রান্নাঘরের স্টোরে তেলাপোকার উপস্থিতি এবং নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় এবং পাওয়া যায়। প্রতিষ্ঠানটির ফ্রিজে প্রচুর লেবেল বিহীন রান্নাকরা এবং কাচাঁ খাবার একসাথে মজুদ করতে দেখা যায়। এ সকল অপরাধে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযান পরিচালনাকালে "Hotel 71" কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়।

অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: আসলাম ভূইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্যের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

Contact us: [email protected]

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

显示更多

下一个


0 注释