2 Views· 10/19/23· News & Politics

মুরগি ব্যবসায়ীদের প্র*তা*রণা হাতেনাতে ধরা, ক্ষিপ্ত হয়ে উঠলো | Daily Issues | Vokta Odhikar


news
Subscribers

#daily_issues #vokta_odhikar #মুরগির_বাজার

জালিয়াতি ধল, মুরগির বাজারে অভিযান করায় ক্ষেপে গেলেন।

বাজারে রেকর্ড ছাড়িয়েছে ব্রয়লার মুরগীর দাম। কয়েক সপ্তাহ ধরে এই মুরগীর দাম দফায় দফায় বেড়ে ২৪০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। মাত্র দেড় মাসের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বেড়েছে প্রায় ১০০ টাকার বেশি।

গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ব্রয়লার মুরগীর কেজি ছিল ১৭০ থেকে ১৮৫ টাকা। দাম বেড়েছে ২৩ দশমিক ৯৪ শতাংশ। ঠিক এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের মার্চে ব্রয়লার মুরগীর প্রতি কেজি বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৬০ টাকায়। ওই হিসাবে এক বছরে ব্রয়লার মুরগীর দাম বেড়েছে ৪১ দশমিক ৯৪ শতাংশ।

এছাড়া, সোনালি মুরগী ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা কিছুদিন আগে ছিল ৩১০ থেকে ৩২০ টাকা কেজি। লেয়ার মুরগী ৩০০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিল ২৯০ থেকে ৩০০ টাকা।

মুরগীর বাজার নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক তাহমিনা বেগম।

কাপ্তান বাজারে গিয়ে দেখা যায়, মুরগীর কোনো দোকানেই মূল্য তালিকা টানানো নেই। নিজেদের ইচ্ছেমত দাম বাড়িয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। বাজারে মুরগীর যোগান কম থাকলে এবং চাহিদা বেশি থাকলে নিজেদের ইচ্ছেমত দাম বাড়িয়ে দিচ্ছেন তারা। সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কাই করছেন না এই বাজারের ব্যবসায়ীরা।

এক সপ্তাহ আগে এই বাজারে অভিযানে এসে মূল্য তালিকা টানানোসহ বিভিন্ন বিষয়ে বাজার কমিটির নেতাদের দিক নির্দেশনা দিয়েছিল অধিদপ্তরের কর্মকর্তারা। তবে এক সপ্তাহ পরও বাজারের তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং আগের থেকে আরও বেপরোয়া হয়ে ব্যবসা করছেন তারা।

বাজারে মূল্য তালিকা না টানানোর বিষয়ে নানা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেন ব্যবসায়ীরা। আধা ঘণ্টা, এক ঘণ্টার মধ্যে মুরগীর দাম ওঠা-নামা করে, মুরগীর সাইজ ছোট-বড় দেখে দাম কম বেশি হয়, ক্রেতা কম থাকলে লোকসান করে দাম কমিয়ে বিক্রি করে। তাই প্রতি মূহুর্তে মূল্য টানিয়ে রাখা সম্ভব নয়।

তবে ব্যবসায়ীদের এসব যুক্তি আমলে না নিয়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, ব্যবসা করতে হলে অবশ্যই সরকারের আইন মেনে করতে হবে। ভোক্তার অধিকার রক্ষায় দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখতে হবে। এর কোনো বিকল্প নেই।

মূল্য তালিকা না থাকায় মুরগীর দুই দোকানকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মুরগীর দাম বৃদ্ধির বিষয়ে কাপ্তান বাজারের ব্যবসায়ীরা দায়ী নয় দাবি করে মুরগী ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, 'আমরা পাইকারী ব্যবসায়ীরা দাম বৃদ্ধি করি না। খামারী এবং বড় বড় কোম্পানি যারা খামারী ব্যবসায় আছেন তারা এবং মাঝে কিছু মুরগী ব্যবসায়ী নামে দালাল থাকে তারাই বাজার নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের কিছু করার নেই।'

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, 'ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে দেশব্যাপী মুরগীর বাজারে একযোগে অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে রাজধানীর কাপ্তান বাজারে অভিযান পরিচালিত হয়। মূল্য তালিকা টানানোর যে বিধান এই বাজারের কোনো দোকানেই তা মানা হচ্ছে না। গত সপ্তাহে সুন্দর ভাবে এই বাজারের ব্যবসায়ীদের বুঝিয়ে দেওয়া হয়েছিল, যাতে মূল্য তালিকা প্রদর্শন করে এবং ক্রয়-বিক্রয় রশিদ সংগ্রহ করে। কিন্তু দুঃখের বিষয় এখানে কেউ মূল্য তালিকা প্রদর্শন করছে না। এই অপরাধে এখানে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

তিনি বলেন, 'এই বাজারের সভাপতি দুই ঘণ্টার সময় চেয়েছেন। এর মধ্যে সকল ব্যবসাপ্রতিষ্ঠানে মূল্য তালিকা নিশ্চিত করবেন। পরবর্তীতে যদি না পাওয়া যায় তাহলে বড় ধরনের শাস্তির আওতায় আনা হবে।'

নির্দেশনা পাবার পর ব্যবসায়ী সমিতির সভাপতি বলেন, 'ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা দুই ঘণ্টার মধ্যে সকল দোকানে দৃশ্যমান করা হবে। এবং আইন মেনে ব্যবসা করা হবে।'

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Show more

Up next


0 Comments