1 ビュー· 10/19/23· ニュースと政治

৪০০ টাকার ভাড়া ৮৫০, ইকোনো পরিবহণকে ধরলো ভোক্তা | Daily Issues | Vokta Odhikar


news
加入者

#daily_issues #vokta_odhikar #econoservice
বাস ভাড়ার মূল্য তালিকা না থাকায় ইকোনো সার্ভিস, সৌদিয়া কোচ সার্ভিস এবং লাল সবুজ পরিবহণকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

পূর্ব অভিযোগের ভিত্তিতে রাজধানীর মানিকনগর বিশ্বরোড এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিকার। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল।

জানা যায়, ইকোনো সার্ভিস এবং লাল সবুজ পরিবহণের নামে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে গত বছর অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ভোক্তা। শুনানির জন্য কয়েক দফা নোটিশ পাঠালেও এ দুটি পরিবহনের কেউ ভোক্তা অধিদপ্তরে হাজির হোননি।

আজ অভিযানে গিয়ে দেখা যায়, এ তিনটি পরিবহণ থেকে ঢাকা-নোয়াখালি রুটে ৫৫০ টাকা ভাড়া নিলেও কোনো কাউন্টারেই ভাড়ার তালিকা টানানো নেই। ভাড়ার তালিকা দৃশ্যমান না থাকা ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। এ অপরাধে তিন বাস পরিবহণ কোম্পানিকে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

もっと見せる

次に


0 コメント