5 Mga view· 10/19/23· Balita at Pulitika
নামিদামির আড়ালে কি চলছে এসব | Daily Issues | Vokta Odhikar
#daily_issues #vokta_odhikar #FULKOLI_ফুলকলি
ফুলকলি, নামিদামি একটি বেকারি প্রতিষ্ঠান। শুধু ঢাকা শহরেই এদের বেশকিছু আউটলেট রয়েছে। কিন্তু দুঃখের বিষয় নামিদামি প্রতিষ্ঠান হয়েও ভোক্তার সঙ্গে প্রতারণা করছে। মেয়াদোত্তীর্ণ পণ্য খাওয়াচ্ছে ভোক্তাদের।
রাজধানীর বনশ্রীর ১০ তলা বিল্ডিং এলাকায় এই আউটলেটে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জানা যায়, এই আউটলেটটি অল্পকিছুদিন হলো এখানে চালু করেছে। কিন্ত এর মধ্যেই ভোক্তা ঠকানো শুরু করেছে। অভিযানে দেখা যায়, ফুলকপি স্পেশাল টক দই এর মেয়াদ শেষ হয়ে তিন দিন পার হয়েছে, তার পরেও বিক্রির জন্য সংরক্ষণ করে রেখেছে। এছাড়া পাউরুটির মেয়াদ শেষ হয়েছে তিন থেকে চার দিন আগে। রসমালাই, মিষ্টি সহ বিভিন্ন মুখরোচক খাবারের মেয়াদ শেষ হলেও বিক্রির জন্য সংরক্ষণ করেছিল। যা ভোক্তাদের কাছে প্রতারণা করে বিক্রি করা হতো।
ভোক্তারা হয়তো আস্থা রেখে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য কিনে নিয়ে যেত। ভোক্তা স্বার্থ বিরোধী এসব অপরাধ প্রতিরোধে সচ্চার রয়েছে ভোক্তা অধিকার।
পরে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। এবং প্রাথমিকভাবে সতর্ক করে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
0 Mga komento