2 Mga view· 10/19/23· Balita at Pulitika

মেয়াদোত্তীর্ণ কেকের রমরমা ব্যবসা, হাতেনাতে ধরা | Daily Issues | Vokta Odhikar | Birthday cake


news
Mga subscriber

#daily_issues #vokta_odhikar #birthday_cakes
অপরাধেও মুখে হাসি, শিশুর অসুস্থতায় দায় নেবে কে?

বিশেষ দিনকে স্মরণীয় করে রাখতে নামিদামি কেকের প্রচলন শহর জীবনে যেন নিত্য অভ্যাসে পরিণত হয়েছে। বিশেষ করে জন্মদিনে কেক অপরিহার্য হয়ে ওঠে। বড়দের থেকে ছোট শিশুদের এসব কেকের প্রতি আগ্রহটাই বেশি।

তবে যেসব কেক কিনছেন সেগুলোর মেয়াদ আছে কি না, উৎপাদন কবে হয়েছে? কেকের মধ্যে যেসব উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলো মেয়াদোত্তীর্ণ কি না? আপনার আদরের শিশুকে কেকের পরিবর্তে বিষ খাওয়াচ্ছেন কি না? এসব তথ্য জেনে বুঝে কেক কিনছেন তো?

আজ রাজধানীর নামি-দামি একটি প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ কেক বিক্রির তথ্য জানাবো আপনাদের।

রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেট এলাকায় প্রিন্স সুইটস নামের এই প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সাধারণত কেক উৎপাদনের পর ২ থেকে ৩ দিন মেয়াদ থাকে। কিন্তু এই দোকানের কেক এর মেয়াদ শেষ হয়েছে তিন দিন আগেই। তার পরেও বিক্রির জন্য দোকানে সাজিয়ে রাখা হয়েছে। পরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা এসব মেয়াদোত্তীর্ণ কেক হাতেনাতে ধরেন।

কেন মেয়াদোত্তীর্ণ কেক রাখা হয়েছে এমন প্রশ্নে বিভ্রান্তকর যুক্তি উপস্থাপন করেন ব্যবসায়ী।

মেয়াদোত্তীর্ণ কেকের বিষক্রিয়ার লক্ষণের মধ্যে দেখা দিবে দুর্বলতা, উদাসীনতা; পেটে গর্জন এবং ব্যথা; বমি করার তাগিদে বমি বমি ভাব; শরীরের তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি মাথাব্যথা সহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।

এই ধরনের কেক এক প্রকার বিষ, যা বিপজ্জনক। এসব খেলে বমি এবং ডায়রিয়াও হতে পারে। এই অবস্থা শিশুদের জন্য সবচেয়ে কঠিন, কারণ তাদের হজমশক্তি দুর্বল।

তাই এ ধরনের কেক কেনার আগে উৎপাদনের তারিখ এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নিবেন।

এছাড়া কেক কাটার পর যদি খারাপ গন্ধ অথবা স্বাদে ভিন্নতা অনুভব হয় তাহলে অবশ্যই খাওয়া থেকে বিরত থাকবেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Magpakita ng higit pa

Susunod


0 Mga komento