5 Views· 10/19/23· News & Politics
অভিযানের ভ*য়ে সবাই পা*লালো, ধ*রা খেল জনপ্রতিনিধি | Daily Issues | বিএসটিআই | BSTI
#daily_issues #vokta_odhikar #bsti
ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় ২৫.০৬.২০২৩ তারিখে এপিবিএন-১১ পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিত পণ্য "সয়াবিন তেল এবং পাম অলিন তেল" বিক্রয়, বিতরণ, উৎপাদন এবং বাজারজাত করার অপরাধে " ইসলাম কনজুমার এন্ড ফুড প্রোডাক্টস" আব্দুল্লাহপুর, পলাশপুর, দক্ষিণ কেরানীগঞ্জ , ঢাকা প্রতিষ্ঠানটিকে টাকা ১,০০,০০০/- (এক লক্ষ) মাত্র জরিমানা প্রদান করা হয়। এছাড়া, একই প্রতিষ্ঠানকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ অনুযায়ী মোড়কজাত সনদ গ্রহণ ব্যতিত একই পণ্য বিক্রয়, বিতরন ও বাজারজাত করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানটিকে ৳ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মাত্র জরিমানা প্রদান করা হয়। সর্বমোট ৳ ১,৫০,০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা। উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই'র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা লিজা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব প্রকৌ: এ এন এম ফরহাদ হোসেন, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, ঢাকা এবং জনাব মোশাররফ হোসেন , পরিদর্শক, (মেট্রোলজি), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues
Contact us: [email protected]
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
0 Comments