1 Views· 10/19/23· News & Politics
অভিযানের খবরে দৌড়ে এলেন চার্জার ফ্যান ব্যবসায়ীদের লিডার| Daily Issues | Vokta odhikar |ভোক্তা অধিকার
#daily_issues #vokta_odhikar #চার্জারফ্যান
অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। এর মাঝে 'মড়ার উপর খাঁড়ার ঘা' হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। জীবনে কিছুটা স্বস্তি পেতে চার্জার ফ্যানের খোঁজে রাজধানীসহ সারাদেশের দোকানগুলোতে ভিড় করছে মানুষ। সেখানেও শান্তি নেই। চার্জার ফ্যানের দাম বাড়িয়ে ভোক্তাদের গোলা কাটছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা।
পাইকারী বাজারে গত কয়েক দিন আগে একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যানের দাম ২৪৫০ টাকা দরে বিক্রি করা হলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় সেই চার্জার ফ্যানের দাম নেওয়া হচ্ছে ছয় হাজার ৫০০ টাকা। প্রতিটি ফ্যানে সুযোগ বুঝে পাইকারী দোকানেই দাম বাড়িয়ে দিয়েছে ৪ হাজার ৫০ টাকা। এর পর সেই চার্জার ফ্যান খুচরা পর্যায়ে হয়ে যাচ্ছে ৯ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
চার্জার ফ্যান নিয়ে এমন হরিলুট হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে চার্জার ফ্যানের বাজারের অনিয়ম ধরতে অভিযানে নামে সরকারের এই সংস্থা। রাজধানীতেই এই সংস্থাটির তিনটি টিম কাজ করে।
চার্জার ফ্যানের ইম্পোটারদের বেশিরভাগই রাজধানীর নবাবপুরের। সেখানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক (তদন্ত) মোঃ আসিফ আল আজাদ।
ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে দোকান বন্ধ করে পালাতে থাকে ব্যবসায়ীরা। এদের মধ্যে ন্যাশনাল ফ্যান হাউজের মালিক দোকান বন্ধ করে বাহির দিক থেকে তালা লাগিয়ে অন্ধকার ঘরে বসেছিলেন। বিষয়টি বুঝতে পেরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সাহায্যে দোকানের তালা খুলে দোকানের সাটার খুলতে দেখা যায়, অন্ধকার রুমে বসে আছেন ন্যাশনাল ফ্যান হাউজের মালিক। এই গরমে এভাবে অন্ধকার রুমে বসে থাকতে দেখে অবাক ভোক্তা কর্মকর্তারা।
অভিযানে দেখা যায়, ন্যাশনাল ফ্যান হাউজের নেই কোনো ক্রয় রশিদ, নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছে। তবে দোকান বন্ধ রাখার বিষয়ে তিনি জানান, ভয় পেয়ে দোকান বন্ধ করেছেন। নিজের দায় স্বীকার করে তিনি বলেন, শুধু তিনি নয়, নবাবপুরের সকল ইম্পোটারেরা দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues
Contact us: [email protected]
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
0 Comments