3 Views· 10/19/23· News & Politics
অবৈধ কয়েল কারখানায় কি এমন দেখলো ম্যাজিস্ট্রেট | Daily Issues | BSTI | কয়েল কারখানা | অভিযান
#daily_issues #ভোক্তা_অধিকার_অভিযান #vokta_odhikar #BSTI #কয়েল_কারখানা
কাজ করেন অবৈধ কয়েল কারখানায়। কয়েকবার জেলও খেটেছেন। তার পরেও জেনে বুঝেই এসব অবৈধ কারখানায় কাজ করতে বাধ্য হোন শ্রমিকেরা।
নতুন করে জেল খাটার ভয়ও নেই তাদের মধ্যে। হেনকাপ পড়িয়ে ধরে নিয়ে যাওয়া যেন তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তবে অপরাধী হিসেবে ভিডিও ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য বা নিজ এলাকার মানুষেরা দেখলে মান সম্মানের হানী ঘটতে পারে বলেও আপসোস রয়েছে।
বিয়ে করেন নি তাই অপরাধী হিসেবে ভিডিও ভাইরাল হলে বিয়ে করার জন্য মেয়ে পেতেও সমস্যা হবে বলে ভিডিও না ছাড়তে অনুরোধও করেন। তবে শেষ রক্ষায় হয়নি। হেনকাপ পড়িয়ে পুলিশের গাড়িতে তোলা হয়েছে। করা হয়েছে ভিডিও।
বলছিলাম রাজধানীর মাতইল এলাকার একটি অবৈধ কয়েল কারখানার শ্রমিকদের কথা। এসব অবৈধ কারখানার শ্রমিকদের গল্প কিছুটা একই।
সম্প্রতি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অবৈধ এই কারখানাটিতে অভিযান চালায়। অভিযানের আগেই সটকে পড়ে কারখানাটির মালিক এবং দায়িত্বে থাকা ম্যানেজার। তবে উপস্থিত শ্রমিকেরা মালিক বা ম্যানেজারের নাম বলতে নারাজ। মালিকের নামও জানে না বলে জানায়। ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে কারখানায় উপস্থিত হবার নির্দেশনা দিলেও শ্রমিকদের কাছে নাম্বার নেই বলে অস্বিকার করে।
অবৈধ কয়েল কারখানাটিতে রবি ফাইটার, পুষ্প কিং, ডেঞ্জার মশার কয়েল, রিও এক্সট্রিম, শেখ মশার কয়েল সহ বেশ কয়েকটি নামে মোড়ক ব্যবহার করা তৈরি করা হয় কয়েল। এসব কয়েলের বিএসটিআই সহ সরকারী কোনো প্রতিষ্ঠানেরই অনুমোদন নেই। গোপনে এসব অবৈধ প্রতিষ্ঠান চালিয়ে আসছেন দীর্ঘ দিন ধরে। এসব কয়েল মানব দেহের জন্য ক্ষতিকর বলেও জানা গেছে।
এছাড়া কারখানাটির পরিবেশও যা তা অবস্থা।
শেষ পর্যন্ত কারখানার ম্যানেজারকে উপস্থিত করতে না পাড়ায় দুজন শ্রমিককে হেনকাপ পড়িয়ে পুলিশের গাড়িতে তোলা হয় এবং অবৈধ কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
পরে ঐ এলাকার আরও একটি অবৈধ কয়েল কারখানায় অভিযান চালায় বিএসটিআই। তবে বিএসটিআই এর অভিযানের খবরে আগে কারখানা তালা দিয়ে পালিয়ে যায় শ্রমিক সহ মালিক। কারখানার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার চেষ্টা করা হয়। তবে এই অবৈধ কারখানার পক্ষে কয়েকজন ব্যবসায়ী নেতা দাবি করা ব্যক্তিরা উপস্থিত হয়। পরে প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
#ভোক্তা_অধিকার #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #stay_with_rial
0 Comments