4 Görünümler· 10/23/23· Kişiler ve Bloglar

Details In Description box#foryou #humanity #help #fire #tiktokviral #reels #viral #shorts #help


Vlog
Aboneler

আজ সকালে আমার বাসার পাশেই ভয়াবহ আগুন লাগে। আমি ঘুমিয়ে ছিলাম হঠাৎ আব্বু ডাক দিয়েছে পাশে বস্তিতে আগুন লেগেছে। খুব আতঙ্কে তারাহুরা করে আমরা বিল্ডিংয়ের সবাই দ্রুত নিচে নেমে যাই। ফায়ার সার্ভিস এ কল দি।তারা আসতে অনেক সময় লাগলো। এর মধ্যে আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা পানি ঢালা শুরু করি। তারপর ফায়ার সার্ভিস এসে আগুন সম্পূর্ণ নিভায়। তারপর আমরা সবাই বাসায় ঢুকে এবং আমি বারান্দা থেকে ভিডিওটা করি। কষ্টে চোখে পানি এসে গেল। যে, কতগুলো মানুষ নিঃস্ব হয়ে গেল। শুধু একজন অসহায় বাবাকে দেখছিলাম তার সন্তানের জন্য কাপড় খোঁজাখুঁজি করছিল আগুন নেবার পরে। হে আল্লাহ রোজায় এই অসহায় মানুষগুলোর কি হবে এখন😭।মানুষ কত কান্না রাহাজানি করছিল। আল্লাহর অশেষ রহমতে আগুন নেভায় আমরা বেঁচে যাই। কিন্তু যারা নিঃস্ব হয়ে গেলো তাদের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই 🥺।
হে আল্লাহ এই অসহায় মানুষগুলোর পাশে আপনি অবশ্যই দাঁড়ান। তাদের জন্য রহমত নাযিল করেন। আমিন 🤲

Daha fazla göster

Bir sonraki


0 Yorumlar