5 Ansichten· 10/19/23· Nachrichten & Politik

এ কেমন নকলের রাজ্য, শিশুদের মৃ*ত্যু ফাঁদ | Daily Issues | Vokta Odhikar | bsti


news
Abonnenten

#daily_issues #vokta_odhikar #bsti
আমের জুস, চকলেট, সরিষার তেল, সয়াবিন তেল, হারপিক, হ্যান্ডওয়াশসহ নয় প্রকারের নকল পণ্য তৈরি করছে কুয়াশা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সহ সরকারের কোনো প্রতিষ্ঠানের অনুমোদন না নিয়েই নিজেদের ইচ্ছে মতো পণ্য উৎপাদন করে বাজারজাত করছিল প্রতিষ্ঠানটি।

সোমবার দুপুরে রাজধানীর বাড্ডার বড় বেরাইদ এলাকায় ওই কারখানায় অভিযান চালায় বিএসটিআই। অনুমোদন না নিয়ে অবৈধ ভাবে পণ্য উৎপাদন করার অপরাধে কারখানার মালিককে আট লাখ টাকা এবং মোড়কজাত করার দায়ে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকার জরিমানার এ আদেশ দেন।

বিএসটিআইয়ের উপ-পরিচালক রিয়াজুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশুখাদ্যসহ বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছে। এর মধ্যে রয়েছে- আমের জুস, চকলেট, সরিষার তেল, সয়াবিন তেল, হারপিক, হ্যান্ডওয়াশ, মশার কয়েল।

Zeig mehr

Als nächstes


0 Bemerkungen