2 بازدیدها· 10/19/23· اخبار و سیاست

টাক মাথায় চুল গঁজানো নিয়ে এ কেমন প্র*তা*র*ণা | Daily Issues | টাক মাথা | Vokta odhikar


news
مشترکین

#daily_issues #টাক_মাথা #vokta_odhikar
‘টাক মাথায় চুল, মাত্র এক ঘণ্টায় সমস্যার সমাধান। এছাড়া মহিলাদের পাতলা চুল ঘন করার ব্যবস্থা আছে।’ এমন চটকদার মিথ্যা বিজ্ঞাপনের বড় বড় সাইন বোর্ড টানানোর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে কিছু অসাধু ব্যবসায়ী। এক ঘণ্টায় টাক মাথায় চুল গজিয়ে দেওয়ার নামে অভিনব এমন প্রতারণার অপরাধে রাজধানীর ফার্মগেট এলাকায় হেয়ার স্টাইল ইন্টা: নামের একটি অবৈধ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বৈধ কাগজপত্র এমনকি ট্রেড লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধের নির্দেশনা দেওয়া হয়।

বুধবার দুপুরে হেয়ার স্টাইল ইন্টা: নামের অবৈধ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।

অভিযানে দেখা যায়, টাক মাথায় চুল প্রতিস্থাপনের নামে গাম বা আঠা দিয়ে পরচুলা বা নকল চুল লাগিয়ে দেওয়া হচ্ছে। যেসব নকল চুলের টুপি দেওয়া হয় সেগুলো রাজধানীর উত্তরার একটি কারখানা থেকে সংগ্রহ করেছেন। অথচ ক্রেতাদের কাছ থেকে বিদেশী বিভিন্ন ব্র্যান্ডের নাম বলে বেশি দাম আদায় করা হতো। মাথায় চুল লাগাতে যে গাম বা আঠা ব্যবহার করা হয় সেগুলো আসল না নকল তা বোঝার উপায় নেই। এমনকি ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ আঠাসহ অন্যান্য যেসব উপকরণ ব্যবহার করছে সেগুলোর মেয়াদ শেষ হয়েছে দীর্ঘদিন আগে। 

এছাড়া প্রতিষ্ঠানটির কোনো ট্রেড লাইসেন্স নেই, চুল ক্রয়ের ভাউচার সংরক্ষণ করেনি, বিক্রির মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ সুযোগে ক্রেতা ভেদে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, হেয়ার স্টাইল ইন্টা:নামের এই প্রতিষ্ঠান চটকদার বিজ্ঞাপন দিয়ে ভোক্তার সঙ্গে প্রতারণা করছেন। বিজ্ঞাপনে বলা হয়েছে এক ঘণ্টায় টাক মাথার সমস্যার সমাধান। কিন্তু স্থায়ী সমাধান না করে নকল চুলের টুপি দেওয়া হয়। টুপিগুলো যেখান থেকে নিয়ে আসা হয়েছে তার কোনো ক্যাশ ম্যামো নেই। চুল লাগানোর জন্য যে গ্লু বা আঠা ব্যবহার করা হয়, তার মেয়াদ শেষ হয়েছে ২০১৫ সালে। এছাড়া অন্যান্য উপকরণও মেয়াদোত্তীর্ণ। এসব মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহার করে ভোক্তাদের টাক সমাধান করছিল। এভাবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করার অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনসার্থে প্রতিষ্ঠানটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

#ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিকার #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #vokta_odhidoptor_ovijan #অভিযান

بیشتر نشان بده، اطلاعات بیشتر

تا بعدی


0 نظرات