11 مناظر· 10/19/23· خبریں اور سیاست

জরিমানা করায় ফাঁ’স দিয়েছে চাল ব্যবসায়ী


news
سبسکرائبرز

#ভোক্তা_অধিকার_অভিযান #চালের_বাজার #ভোক্তাঅধিকার
চালের দামের কারসাজি প্রতিরোধে রাজধানীর বাবুবাজারে চালের আড়তে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল। এ সময় একজন চালের ব্যবসায়ী ভোক্তা কর্মকর্তাকে জানান, জরিমানার জন্য ঈদের আগের রাতে অর্থাৎ চাঁদ রাতে এক চাল ব্যবসায়ী গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে এ সময় ভোক্তা কর্মকর্তা অভিযানের বিষয়ে আত্মহত্যা করেছি কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
#Stay_with_Rial

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/sheikhrial1988

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

مزید دکھائیں

اگلا