4 意见· 10/19/23· 新闻与政治

স্বামী-স্ত্রী আইনজীবী, ক্ষমতা দেখাতে এসে বিপদে পড়লেন | ভোক্তা অধিকারের অভিযান | vokta odhikar


news
订户

#ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তাঅধিকার #ম্যাক্সমন_ফার্মা_লিমিটেড
রাজধানীর কাটাবনে ম্যাক্সমন ফার্মা লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ফার্মেসীটির মালিক স্বামী স্ত্রী দুজনই হাইকোর্টের আইনজীবী। তবে তারা ব্যবসা করার জন্য যে আইন তা জানে না বলে জানান। এ সময় তাদের ফার্মেসীতে বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকদের কোনে সিল নেই। নিজেদের ইচ্ছে মত দাম লাগিয়ে রেখেছেন। পালস অক্সিমিটারের ৭০০ টাকায় কিনে ১৫০০ টাকা দরে বিক্রি করছে। যা ভোক্তা স্বার্থ বিরোধী। এ ছাড়া ট্রেড লাইসেন্স এর মেয়াদ শেষ হয়েছে এ বছরের ৩০শে জুন। নতুন করে আর নবায়ন করা হয়নি। পরে এই ফার্মেসী বন্ধ করে দেন ভোক্তা কর্মকর্তারা।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
#Stay_with_Rial

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/sheikhrial1988

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

#vokta_odhikar_ovijan #vokta_odhikar

显示更多

下一个


0 注释