1 vistas· 10/19/23· Noticias y Política

সামান্য রাস্তা কাল হলো আশরাফুলের


news
Suscriptores

একটি রাস্তাকে কেন্দ্র করে মামীর ষড়যন্ত্রে মধ্যযুগীয় বর্বর কায়দায় দুলাভাইয়ের হাতে খুন হয় শ্যালক আশরাফুল (৩০)। ভাইকে বাঁচাতে এসে গুরুতর আহত হয় অপর ভাই সিয়াম। রংপুরের জুম্মাটারী পানির ট্যাংকি এলাকায় শুক্রবার সন্ধ্যার পরে এঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহজাহান মিয়ার সাথে তার প্রতিবেশি ও শ্যালকের স্ত্রী মনির সাথে রাস্তার নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার বিকেলেও মনির জামাতা ইয়াসিনের সাথে শাহজাহানের দুই পুত্র আশরাফুল ও সিয়ামের কথা কাটাকাটি হয়। সেসময় ঝগড়া থেমে গেলেও সন্ধ্যার পরে ২টি অটোরিকশায় এসে ইয়াসিন ও তার দলবল হঠাতই আক্রমন করে শাহজাহানের বাড়িতে।
সবাইকে মারধরের একপর্যায়ে ৫-৬ জন মিলে আশরাফুলের হাত ও গলা বেধে ফেলে বাড়ির সামনের আম গাছের সাথে। এরপরই আশরাফুলের বুকে ধারালো চাকু দিয়ে উপুর্যুপরি আঘাত করা হয়। আশরাফুলকে বাঁচাতে আসলে সিয়ামের পেটে ও বুকে চাকু চালিয়ে দেয় সন্ত্রাসীরা।

আহত অবস্থায় আশরাফুল ও সিয়ামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত ডাক্তার আশরাফুলকে মৃত ঘোষণা করে। অতর্কিত এই বর্বর হামলায় আরো আহত হন আশরাফুলের বাবা শাহজাহান, মা আর্জিনা বেগম, স্ত্রী আঙ্গুরা বেগম, ছেলে আহাদ ও মেয়ে আশা মনি।

নারকীয় হামলার পর নিজেরাই আশরাফুলদের বিরুদ্ধে মামলা করতে যায় ইয়াসিন ও তার দলবল বলে জানান হারাগাছ থানার ওসি রেজাউল করিম।

শনিবার দুপুরে ময়না তদন্তের পরে লাশ নিয়ে আসা হয় নিজ বাড়িতে। এসময় পানির ট্যাংকি এলাকায় আশরাফুলের লাশ দেখতে শত শত মানুষের ঢল নামে। এমন নারকীয় ঘটনার সুষ্ঠু বিচার চায় আশরাফুলের পরিবার ও এলাকাবাসী।

Mostrar más

Hasta la próxima


0 Comentarios