2 بازدیدها· 10/19/23· اخبار و سیاست

সাংবাদিকদের সাথে ম্যাজিস্ট্রেটের এ কেমন আচরণ | Daily Issues | BSTI | অভিযান | বিএসটিআই


news
مشترکین

#daily_issues #vokta_odhikar #বিএসটিআই #সাংবাদিক #হেমায়েতপুর
সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় একটি অবৈধ কারখানায় অভিযান চালায় বিএসটিআই। এন.এম.সি ফুড এন্ড কনজুমার প্রোডাক্টস লিঃ নামের এই প্রতিষ্ঠানে অবৈধভাবে তৈরি করা হচ্ছিল নারিকেল তেল, ফ্রুট ড্রিংকস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস, লাচ্ছি, হ্যান্ড ওয়াস, ফর্টিফাইড সয়াবিন তেল। যার কোনটিরই বিএসটিআই এর অনুমোদন ছিল না। বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্যের আদলে নকল পণ্য তৈরি করছিল কারখানাটি।

বিএসটিআই'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হচ্ছিল। এই অভিযান কাভার করতে বেশ কিছু গণমাধ্যমও গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ উল্টে যায় দৃশ্যপট।

কারখানার পাশে সবজি বাড়ি নামের একটি প্রতিষ্ঠানে ঢেরসে রং মেশানোর দৃশ্য সাংবাদিকরা ক্যামেরায় ধারণ করতে গেলে বেকে বসেন ম্যাজিস্ট্রেট। সে সময় এক সাংবাদিককে গ্রেফতার করারও নির্দেশ দেন দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেট।

বিএসটিআই এর এই ম্যাজিস্ট্রেটের এমন কর্মকাণ্ডে ক্ষিপ্ত হয়ে ওঠে উপস্থিত সকল সাংবাদিক। সেই অভিযান আর কাভার করবে না বলে সাফ জানিয়ে দেন সাংবাদিকরা। পরে যেই সিদ্ধান্ত সেই কাজ। অভিযান কাভার না করেই ফিরে আসেন সাংবাদিকরা।

কি এমন ঘটেছিল সব তথ্যই জানান ভুক্তভোগী কয়েকজন সাংবাদিক।

অদ্য ০৭/১১/২০২২ খ্রিঃ তারিখে ঢাকা মহানগরীর সাভার থানাস্থ হেমায়েতপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে “নারিকেল তেল, ফ্রুট ড্রিংকস, আর্টিফিশিয়াল ফ্লেভারড ড্রিংকস, লাচ্ছি, হ্যান্ড ওয়াস, ফর্টিফাইড সয়াবিন তেল” ইত্যাদি পণ্যসমূহের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক উৎপাদন/মোড়কজাত, বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে , জয়নাবাড়ী, হেমায়েতপুর, সাভার, ঢাকা প্রতিষ্ঠানটিকে সীলগালা করে বন্ধ করে দেওয়া হয়।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

#ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিকার #vokta_odhikar_ovijan #stay_with_rial #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান

بیشتر نشان بده، اطلاعات بیشتر

تا بعدی


0 نظرات