7 Lượt xem· 10/19/23· Tin tức & Chính trị
কিভাবে চু*রি হচ্ছে সরকারি গ্যাস | Daily Issues | Titas Gas | Vokta Odhikar
#daily_issues #vokta_odhikar #titasgas #তিতাস_গ্যাস
গ্যাসের বাজারে এমনিতেই আগুন। প্রতিনিয়ত এলপিজি গ্যাসের দাম বাড়ছে। পাশাপাশি সরকারী গ্যাসও চুরি হচ্ছে। অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র।
অবৈধভাবে গ্যাস সংযোগ এবং বিল না দিয়ে গ্যাস ব্যবহার করছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।এসময় এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
রাজধানীর যাত্রাবাড়ী ও ডেমরা এলাকায় কারখানা ও বাসা-বাড়ীতে ছয়টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। নির্বাহী ম্যাজিস্ট্রেট হামিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিতাস গ্যাস টিকাটুলি জোন পরিচালিত এই অভিযানে যাত্রাবাড়ীর মাতুয়াইলের কাঠেরপুল এলাকায় খলিল মাস্টার রোডের একটি বাসায় অভিযান চালিয়ে একটি ওয়াশিং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করা হয়। এই বাড়িতে গত নভেম্বর মাসেও একবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সে সময় ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।এলাকার বেশ কয়েকটি বাসাবাড়ি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে ডেমরা থানাধীন আল-আমিন রোডের বেশ কয়েকটি বাড়ীতে অভিযান চালানো হয়। সেখানে জমজম টাওয়ার-১ নামে একটি ভবনে অভিযান পরিচালনা করা হয়। ওই ভবনে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস কম্প্রেসার ও রাইজার জব্দ করা হয়। সেখানে অভিযান চলাকালে বাড়ির মালিককে পাওয়া যায়নি।
এছাড়াও যাত্রাবাড়ী ও ডেমরা এলাকার আরও বেশ কিছু আবাসিক ভবন ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালনোর সময় বাড়িওয়ালা কিংবা প্রতিষ্ঠানের মালিকদেরকে পাওয়া যায়নি।
স্থানীয়রা বলছেন, তিতাসের কর্মকর্তারা এসব অবৈধ সংযোগের সঙ্গে জড়িত।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues
#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা
0 Bình luận