3 Lượt xem· 10/19/23· Tin tức & Chính trị

মালিক পলাতক, মোবাইলে বললেন অ*বৈধ তেল সাপ্লাই করে | Daily Issues | Vokta Odhikar


news
Người đăng ký

#daily_issues #vokta_odhikar
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া অবৈধ ভাবে সয়াবিন তেল মোড়কজাত এবং বাজারজাত করার অপরাধে আশিয়ান এগ্রো নামের একটি প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রতিষ্ঠানটির নেই কোনো ট্রেড লাইসেন্স। এমনকি অবৈধ ভাবে বিএসটিআইয়ের ট্রেড মার্ক ব্যবহার করে তরু, দৃষ্টি, তীন, চেরী নামে সয়াবিন তেল মোড়কজাত করে ঢাকার বাইরে বাজারজাত করছিল।

রোববার রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় অভিযান চালিয়ে এই অবৈধ কারখানা সিলগালা করে দেয় ভোক্তা অধিদপ্তর।

এছাড়া, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা এবং বৈধ কাগজপত্র দেখানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান।

অভিযানে গিয়ে যা দেখা গেল
ব্যারেল থেকে খোলা সয়াবিন তেল একটি ট্যাংকে জমা করা হচ্ছে। সেখানে থেকে পাইপ দিয়ে পানির ট্যাপের মাধ্যমে বোতলজাত করা হচ্ছে। বোতলের গাঁয়ে ৯০০ মি.লি. লেখা থাকলেও দেওয়া হচ্ছে ৮০০ মি.লি.। এছাড়া সয়াবিন তেলের সঙ্গে মেশানো হচ্ছে পামওয়েল। আশিয়ান এগ্রো নামের এই প্রতিষ্ঠান থেকে তরু, দৃষ্টি, তীন, চেরীসহ বিভিন্ন ব্র্যান্ডের সয়াবিন তেল বাজারজাত করা হয়। কারখানায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন পরিমাপের খালি বোতল, এছাড়া বাহারি নামের লেবেল।

ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে আগেই পালিয়ে যায় কারখানাটির মালিক। পরে মালিকপক্ষের একজন প্রতিনিধি এলে তার সম্মুখে জরিমানার শুনানি করেন ভোক্তা কর্মকর্তারা।

জানা যায়, তিন জন মিলে এই অবৈধ কারখানা তৈরি করেছেন। এই কারখানা থেকে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় তেল সরবরাহ করা হতো। এছাড়া ব্যবসায়ীদের চাহিদা মতো বিভিন্ন ব্র্যান্ডের নামে সয়াবিন তেল মোড়কজাত করা হতো।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Cho xem nhiều hơn

Tiếp theo


0 Bình luận