3 Vues· 10/19/23· Nouvelles et politique

রাস্তা থেকে ১ টনের অধিক মাছ নিয়ে গেল সিটি কর্পোরেশন


news
Les abonnés

ধানমন্ডিতে অস্থায়ী কাঁচাবাজার ও খিলগাঁওয়ে ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টায় ধানমন্ডির (৫/এ) সুগন্ধা কমিউনিটি সেন্টারের সম্মুখে রাস্তার উপরে স্থাপিত অস্থায়ী কাঁচাবাজার এবং বিকেলে খিলগাঁও এলাকায় ফুটপাত দখলের বিরুদ্ধে এসব অভিযান পরিচালনা করা হয়।

ধানমন্ডির অভিযান পরিচালনা করেন ঢাদসিক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ শিকদার আর খিলগাঁওয়ের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান।

ধানমন্ডির অস্থায়ী কাঁচাবাজারের বিরুদ্ধে অভিযানে মলা, কোরাল, ইলিশ, চিংড়ি, রুই, শৌল, বোয়াল, আইড়সহ প্রায় ২০ প্রজাতির ১ হাজার ৪১ কেজি মাছ, ১৪ হালি মুরগি ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মাছ ও মুরগি আজিমপুরস্থ স্যার সলিমুল্লাহ এতিমখানা প্রাঙ্গণে এনে তা ৭টি এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় ফলমূলসহ জব্দকৃত অন্যান্য জিনিস স্পট নিলামে ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

Montre plus

Suivant