2 Visualizzazioni· 10/19/23· Notizie e politica
কোন সন্তানদের জন্য বাবাদের এতো আর্তনাদ, দেখুন | Daily Issues
#Daily_Issues # আর্তনাদ #বাংলাদেশ_ছাত্র_অধিকার_পরিষদ #ঢাকা_বিশ্ববিদ্যালয়
গত শুক্রবার বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আবরার ফাহাদ স্মৃতি সংসদ আয়োজিত স্মরণসভায় হামলা চালায় ছাত্রলীগ। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন উল্টো বাদী হয়ে আবরার ফাহাদ স্মৃতি সংসদ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আবরার ফাহাদ স্মৃতি সংসদের সদস্যরা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিচিত।
মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা এ মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেনসহ ২৪ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাবির এসব শিক্ষার্থীদের বাবা এবং অভিভাবকেরা আজ রাজধানীর শাহবাগে সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে ঢাবি ভিসির কাছে স্মারকলীপী প্রদান করেন।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
0 Commenti