Video Player

3 vistas· 10/19/23· Noticias y Política

অবশেষে ধরা পড়লো চার্জার ফ্যানের দাম বৃদ্ধির মূলহোতা | Daily Issues | Vokta odhikar | ভোক্তা অধিকার


news
Suscriptores

#daily_issues #vokta_odhikar_ovijan #চার্জারফ্যান
মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামের প্রতিষ্ঠানের গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দরজায় লেখা রয়েছে- ‘চার্জার ফ্যান নেই’। তার পরেও আগ্রহ নিয়ে ভেতরে যায় ভোক্তা কর্মকর্তারা। দোকানের বিগত কয়েক মাসের বিক্রয় রশিদ দেখে চোক কপালে ওঠার মতো অবস্থা। গত ১১ ফেব্রুয়ার একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যান পাইকারী ২৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। একই ফ্যান গত ৪ জুন বিক্রি করা হয়েছে ৬৫০০ টাকা।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, দেশব্যাপী একযোগে চার্জার ফ্যানের উপর অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর নবাবপুর রোডের ইম্পোটার বিশেষ করে পাইকারী দোকানগুলোতে আমরা তদারকি করে দেখলাম। অনৈতিকভাবে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। গত ১১ ফেব্রুয়ারি ১৬ ইঞ্জির একটি চার্জার ফ্যান পাইকারী বিক্রি করা হয়েছে ২৪৫০ টাকা। একই ফ্যান ৪ জুন বিক্রি করা হয়েছে ৬২০০ টাকা। এমনকি আমরা পেয়েছি ৬৫০০ টাকা পর্যন্তও বিক্রি করেছে।

তিনি বলেন, যার কাছ থেকে ফ্যান ক্রয় করেছেন তাদের কোনো ক্রয় রশিদ নেই। বা দেখাতে চাচ্ছেন না। কারণ তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এছাড়া অনেক রশিদে দেখলাম চার্জার ফ্যানের নাম লেখা থাকলেও বিক্রয় মূল্য লেখা নেই।

তিনি আরও বলেন, আমরা অভিযানে আসার আগেই অনেক দোকানপাট বন্ধ করে দিয়েছে। কিন্তু দোকানে ভিতরে তারা অবস্থান করছেন।

এই ভোক্তা কর্মকর্তা বলেন, ভোক্তা অধিদপ্তরের স্পষ্ট মেসেজ যারা অনৈতিকভাবে দাম বাড়িয়ে দিয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা লাভ করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যহত থাকবে। এবং আগামী কয়েকদিন এই অভিযান চলবে। আরও জোড়দার করা হবে।

তিনি বলেন, ভোক্তা স্বার্থ বিরোধী অপরাধে ন্যাশনাল ফ্যান হাউজ এবং মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া রাজধানীর বায়তুল মোকারম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, সহকারী পরিচালক মাগফুর রহমান, স্ট্যাডিয়াম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন সহকারি পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান এবং রোজিনা সুলতানা।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

Contact us: banglapatrika24@gmail.com

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Mostrar más

Hasta la próxima


0 Comentarios