5 Pogledi· 10/07/23· Putovanja i događanja

মাত্র ৩ হাজার টাকায় ঘুরে আসুন ইন্দোনেশিয়া থেকে - SINGAPORE TO BATAM - INDONESIA


Travel
Pretplatnici

মাত্র ৩ হাজার টাকায় ঘুরে আসুন ইন্দোনেশিয়া থেকে - SINGAPORE TO BATAM - INDONESIA.
সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়াতে যাওয়া হয় অনেকরই। সেখান থেকে এক দিন সময় হাতে নিয়ে অনায়াসে ঘুরে আসা যায় ইন্দোনেশিয়ার বাটাম থেকে। এই দ্বীপটি দিনদিন বাংলাদেশিদের বেড়ানোর অন্যতম গন্তব্য হয়ে উঠছে ।কারণ অন-এরাইভাল ভিসার সুযোগে ইন্দোনেশিয়ার এই ছোট দ্বীপটি এখন নাগালের মধ্যেই।
সেজন্য অবশ্য সিঙ্গাপুরের ডাবল এন্ট্রি ভিসা থাকতে হবে।
বাটাম যাওয়ার সবচেয়ে সহজ ও সাশ্রয়ী পথ হলো ফেরি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার জোহরবারু থেকে প্রচুর ফেরি আছে। এসব ফেরিতে আগে থেকে টিকিট কাটার দরকার নেই। সিঙ্গাপুরের হারবারফ্রন্ট থেকে চমৎকার ও নিরাপদ এসব ফেরিতে অভিবাসন শুল্কসহ প্রতিজনের যাওয়া-আসায় খরচ পড়বে বাংলাদেশি টাকায় তিন হাজার টাকার মতো । একেবারে সাগরপাড়ে অসংখ্য হোটেল ও রিসোর্ট আছে বাটামে, ভাড়াও কম । ৪ থেকে ১০ হাজার টাকায় পাঁচতারকা হোটেলে থাকা সম্ভব এই দ্বীপে।
বাটামে ফেরি থেকে নেমেই প্রথম চমকটা আসবে ট্যাক্সিভাড়া শুনে। হোটেল যদি শহরের ওপারে হয়, তাহলে ট্যাক্সিভাড়া চাইবে হয়তো এক লাখ রুপি। ভয় পাবেন না। বাংলাদেশি টাকায় এটি ৭০০ টাকারও কম। এমন সাশ্রয়ে খেয়েদেয়ে লাখ লাখ রুপি ওড়ানোর সুযোগ জীবনে বেশি নাও আসতে পারে। তাই চলুন ঘুরে আসি ইন্দোনেশিয়ার বাটাম থেকে।

http://www.bdtravellers.com
https://www.youtube.com/c/bdtravellers
https://www.facebook.com/bdtravellersvlog
email: [email protected]

Song: Jarico - Retrovi (Vlog No Copyright Music)
Music promoted by Vlog No Copyright Music.
Video Link: https://youtu.be/2w9P1yvAkBw

Prikaži više

Sljedeći


0 Komentari