5 مناظر· 10/19/23· خبریں اور سیاست

এ কেমন সমাধান, কেউ হাসলো কেউ কাঁদলো | Daily Issues | Vokta Odhikar


news
سبسکرائبرز

#ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কাওরানবাজারের ডিআইটি মার্কেটের জাকের মঞ্জিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামের একটি দোকান থেকে বাটারফ্লাই ব্র্যান্ডের সেলাই মেশিন ক্রয় করেন। পরে বাড়িতে নেবার পর বুঝতে পারেন এই সেলাই মেশিন আসল বাটারফ্লাই নয়, এটি নকল। পরে রোববার সকালে সরাসরি প্রমাণাদিসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানাতে আসেন। অভিযোগ গ্রহণ করার পর ঐ ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে ভোক্তা অধিকার।

অভিযানে যা ঘটেছিল
কাওরানবাজারে ডিআইটি মার্কেটের ২য় তলায় জাকের মঞ্জিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে গেলে দেখায় যায়, বাটারফ্লাই ব্র্যাণ্ডের নাম বলে কয়েক প্রকারের নকল সেলাই মেশিন বিক্রি করছে। ঐ শিক্ষার্থীর কেনা ক্যাশ মেমো দোকানীকে দেখানো হলে তিনি জানান, এই সেলাই মেশিনটি নকল। তবে বিক্রির সময় আসলের থেকে কম দাম নেওয়া হয়েছে। তবে অভিযানের সময় দোকানে মালিককে পাওয়া যায়নি। যে উপস্থিত ছিলেন সে নিজেকে কর্মচারী দাবি করেন। এসব নকল মেশিন চকবাজার থেকে কম মূল্যে ক্রয় করে আসল সেলাই মেশিনের দামে বিক্রি করা হচ্ছিল।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
#Daily_Issues

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues

পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

#vokta_odhikar_ovijan #vokta_odhikar #Stay_with_Rial #vokta_odhidoptor_ovijan #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান

مزید دکھائیں

اگلا