6 意见· 10/19/23· 新闻与政治

রমজানে কলার দাম কেমন হবে | Daily Issues | Vokta Odhikar


news
订户

#daily_issues #vokta_odhikar
বাংলাদেশে কোনো জিনিসের দাম একবার বাড়লে তা আর কমে না। যেমন কলার দামই ধরা যাক। চা-স্টলে বা ছোট দোকানে প্রতি পিস কলার দাম নেওয়া হয় ১০ টাকা। দাম বেড়েছে উছিলা দিয়ে কলার দাম ১০ টাকা করা হয়েছিল। সেই থেকে ১০টাকা নিচে আর কখনো নামেনি। এখন আপনি যে সাইজেরই কলা কিনেন না কেন দাম দিতে হবে ১০ টাকা।

১০ টাকা দাম দিয়েও যে আপনি ভালো কলা খাচ্ছেন তার নিশ্চয়তা দিবে কে? দেখা যায়, কলা পরিপক্ক হবার আগেই জোড় করে বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো হয়েছে। কলার বাহ্যিক দিক দেখে বোঝার উপাই নেই ভিতরে কলা পেকেছে কি না? তবে কেনার পর না পাকলেও কল কিনতেই হবে। এমনকি খারাপ হলেও দোকানিকে কিছু বলা যাবে না। বললেও উল্টো ঝাড়ি আপনার জন্য তৈরি থাকবে।

আসন্ন রমজানে কলার চাহিদা থাকে বেশি। তাই ব্যবসায়ীরা এখন থেকেই চিন্তাভাবনা করে রেখেছে কলার দাম আরও বাড়াবে। এখন যা আছে তার থেকে ডাবল করার পায়তারা করছেন তারা।

রাজধানীর কয়েকটি পাইকারী কলার বাজার ঘুরে দেখা গেছে,

কিছু অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে এবং বিভিন্ন উছিলায় কলার দাম বেড়ে যায়। এতে পকেট কাটে ভোক্তাদের।

显示更多

下一个


0 注释