2 Views· 10/07/23· Travel & Events

চট্টগ্রাম বোট ক্লাব - CHITTAGONG BOAT CLUB - REVIEW


Travel
Subscribers

চট্টগ্রাম বোট ক্লাব - CHITTAGONG BOAT CLUB - REVIEW
Encompassing the spectacular views of Chittagong, '' Brisa Marina CBC Resort" is located on the bank of Karnafuli River. The resort is 10 minutes drive from Hazrat Shah Amanat International Airport, Chittagong.

http://www.bdtravellers.com​​​​​
https://www.youtube.com/bdtravellers​​​​​
https://www.facebook.com/bdtravellers...​
email: [email protected]

চট্টগ্রাম বোট ক্লাবের চার তারকা মানের রিসোর্ট ব্রিসা ম্যারিনা। এখানে একটি রাত যাপনের জন্য আপনাকে গুনতে হবে কমপক্ষে ১০ থেকে ২০ হাজার টাকা। তবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার টাকার কষ্টকে ভুলিয়ে দিবে। আপনি রিসোর্টের রুমে বসেই দেখতে পাবেন কর্ণফুলী নদীর বয়ে চলা,জোয়ার-ভাটার খেলা। দেখবেন দেশ বিদেশ থেকে চট্টগ্ৰাম বন্দরে মালামাল নিয়ে আসা বাণিজ্যিক জাহাজের ভেঁপু বাজিয়ে ছুটে চলা কিংবা ছোট বড় দেশি নৌযানের সকাল সন্ধ্যা ব্যস্ততা। সবচেয়ে বেশি যেটা আপনাকে অবাক করবে সেটা হলো, সারাদিন ঢাউস সাইজের কয়েকখানা বিমান আপনার মাথার উপর দিয়ে উড়ে গিয়ে চট্টগ্ৰাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আপনার মনে হবে যেন হাত বাড়ালেই বিমানগুলো ছুঁয়া যাবে। এসব দৃশ্য সারাদিন আপনাকে রিসোর্টের বেলকনিতে ব্যস্ত করে রাখবে।
রিসোর্টে অবস্থানকালে আপনার লাঞ্চ-ডিনারের জন্য রয়েছে খুব ভালো মানের দুটি রেস্টুরেন্ট। একটি মারিনা ক্যাপেলা বারকোড, যেটা রিসোর্টের নিচতলায়। অন্যটা রিভার ভিউ রেস্টুরেন্ট, যেটা মূল ক্লাব হাউসের দোতলায় অবস্থিত। মারিনা ক্যাপেলা বারকোডে আপনি কমপ্লিমেন্টারি ব্র্যাকফাস্টটা পাবেন। লাঞ্চ-ডিনার পে করে খেতে হবে।
বোট ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় বিনোদন হচ্ছে পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’। ২০০ যাত্রী ধারণ ক্ষমতাসম্পন্ন এই জাহাজে নৌভ্রমণ করে কর্ণফুলীর সৌন্দর্য দেখার সুযোগ পেতে পারেন যে কেউ। ১০০০ টাকা ফি এর বিনিময়ে কর্ণফুলী সেতু থেকে বঙ্গোপসাগরের মোহনা পর্যন্ত দুই ঘণ্টা এই জাহাজে নৌবিহারের সুযোগ রয়েছে। সপ্তাহে শুক্র এবং শনিবার বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত এই ক্রুজে ভ্রমণ করা যায়। জাহাজে সেমিনারসহ যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনেরও ব্যবস্থা রাখা রয়েছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালের মে মাসে কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বোট ক্লাবের যাত্রা শুরু হয় । এই ক্লাব স্থাপনের উদ্দেশ্য ছিল দেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সুসর্ম্পক স্থাপন করা।
২০১১ সালে এই ক্লাবের আধুনিকায়নের কাজ শুরু হয় । বোট ক্লাবকে পরিপূর্ণ রূপ দিতে কর্ণফুলী নদীর তীরে তৈরি করা হয় আধুনিক সুবিধা সম্বলিত ক্লাব হাউজ । এখানে সুসজ্জিত আধুনিক বার, বল রুম, কার্ড রুম, বিলিয়ার্ড সেন্টার, রেস্টুরেন্ট, কনফারেন্স হল ও লাউঞ্জ রয়েছে। এছাড়া আছে একটি কনভেশন হল ।

Show more

Up next


0 Comments