3 Views· 10/19/23· News & Politics

বাসি চিকেন গ্রিল যাচ্ছে ফুডপান্ডায়, হাতেনাতে ধরল ভোক্তা অধিদপ্তর| Daily Issues | Vokta odhikar


news
Subscribers

#daily_issues #vokta_odhikar


বাসি চিকেন গ্রিল যাচ্ছে ফুডপান্ডায়, হাতেনাতে ধরল ভোক্তা অধিদপ্তর| Daily Issues | Vokta odhikar

বাসি চিকেন গ্রিল বিক্রি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বাসি চিকেন গ্রিল বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং মো. শরিফুল ইসলাম।

অভিযানে দেখা যায়, এক দিন আগের বাসি চিকেন গ্রিল ফের গরম করে বিক্রির জন্য সংরক্ষণ করছে। গ্রিলের সঙ্গে দেওয়া সালাদও বাসি। এছাড়া সস এবং পাউরুটির মোড়কে মেয়াদ উৎপাদন তারিখসহ কোনো তথ্যই দেওয়া নেই। নোংরা পরিবেশে প্রস্তুত করা এসব চিকেন গ্রিল ফুড পান্ডাসহ অনলাইনের মাধ্যমে অর্ডারকৃত ক্রেতাদের খাওয়ানো হতো। এছাড়া রেস্টুরেন্টেও বিক্রি করা হতো। এসব অপরাধে কস্তরী অর্কিড স্পেশাল শর্মা ও গ্রিল চিকেন এবং ফু-ওয়াং শর্মাি নামের দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বাসি সব চিকেন গ্রিল জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, মহাপরিচালকের নির্দেশে আজকে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। আজকে ধানমন্ডিতে এসে দেখলাম ফুড পান্ডা এবং পাঠাওসহ অন্যান্য অনলাইনের মাধ্যমে কয়েকটি রেস্টুরেন্টের বাসি খাবার সরবরাহ করার অপচেষ্টা করা হচ্ছিল। যারা অনলাইনের মাধ্যমে খাবার কিনবেন তারা যেন দেখে শুনে পণ্য ক্রয় করে। কোনোভাবে প্রতারিত হলে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন এই কর্মকর্তা।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/dailyissuesbd

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: Daily Issues

Contact us: [email protected]

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Show more

Up next


0 Comments