3 Views· 10/07/23· Travel & Events
দুবাইতে ডিনার ক্রুজ - DUBAI CREEK DINNER CRUISE
দুবাইতে ডিনার ক্রুজ - DUBAI CREEK DINNER CRUISE
ডিনার ক্রুজ ! পৃথিবীর বিভিন্ন দেশে ট্যুরিস্টদের আকৃষ্ট করার জন্য ডিনার ক্রুজের আয়োজন থাকে। ট্যুরিস্টদের স্বর্গ দুবাইও এদিক থেকে ব্যতিক্রম নয়। মরুরাজ্য হলেও কৃত্রিম খাল এবং প্রাকৃতিক ক্রিক থাকার কারণে দুবাইয়ে ক্রুজের যাত্রা শুরু হয়েছে বেশ আগে। ক্রিক হচ্ছে, সাগর থেকে নোনা জলের প্রবাহ কোনো ভূ-খণ্ডের উপর দিয়ে প্রবাহিত হওয়াকে বোঝায়। অন্যদিকে নদী ; কোনো উঁচু স্থান থেকে উৎপন্ন হয়ে সাগরে এসে মিশে। তাই নদী আর ক্রিক সম্পূর্ণ বিপরীতধর্মী।
দুবাইয়ের কয়েকটি লোকেশন থেকে প্রতিদিন বেশকিছু ক্রুজ শিপ ছেড়ে যায় ট্যুরিস্টদের নিয়ে। তার মধ্যে দুবাই মেরিনা এবং দুবাই ক্রিক সবচেয়ে আকর্ষণীয়। সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯ টার মধ্যে ক্রুজশিপগুলি ছেড়ে যায়। দুবাই মেরিনার ক্যানেলে বা ক্রিকের জলে ২ ঘন্টা ভ্রমণের পর শিপগুলো আবার ফিরে আসে ঘাটে।
কাঠের তৈরী আরব ঐতিহ্যের এসব জাহাজগুলোকে 'ধাও' বলা হয়। প্রাচীনকালে আরব বণিকরা এগুলো ব্যবহার করতেন। প্রায় প্রত্যেক জাহাজের নিচের ডেক শীতাতপ নিয়ন্ত্রিত এবং আপার ডেক খোলা থাকে। পর্যাপ্ত লাইফ সাপোর্ট সরঞ্জাম এবং ফার্স্টএইডও মওজুদ থাকে জাহাজগুলোতে।
দুবাই দেইরা ক্রিকের ডিনার ক্রুজে ভ্রমণের জন্য আপনাকে জনপ্রতি ৭০ থেকে ১৫০ দিরহাম পর্যন্ত খরচ করতে হবে। ক্ষেত্রবিশেষে এই মূল্য আরো বেশি হতে পারে। দু’ঘন্টার এসব ক্রুজে বুফে ডিনার ছাড়াও ঐতিহ্যবাহী তানুরা ড্যান্স এবং নানারকম শো প্রদর্শিত হয়। সবচেয়ে যেটা বেশি আকর্ষণীয় তা হলো, ক্রুজ থেকে দুবাইয়ের আলো ঝলমলে রাতের সৌন্দর্য আপনি প্রানভরে উপভোগ করতে পারবেন এবং সেদিনের সন্ধ্যাটা আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
সম্প্রতি আমরা দুবাই ক্রিকের একটি ডিনার ক্রুজে গিয়েছিলাম। সেই ভ্রমণ নিয়ে নিচের এই ভিডিওটি তৈরী করা হয়েছে।
http://www.bdtravellers.com
https://www.youtube.com/bdtravellers
https://www.facebook.com/bdtravellers...
email: [email protected]
A Dhow Dinner Cruise is a romantic way of spending an evening in Dubai. This is unforgettable experience, while cruising down the creek in the heart of Dubai is an amazing sight and experience. Step aboard a traditional wooden Dhow Cruise to experience genuine Arabic and continental Buffet in relaxing atmosphere with soothing background music.
0 Comments