2 Views· 10/19/23· News & Politics
রমজানের আগে বাংলাদেশে দাম বাড়ে কেন | Daily Issues | Vokta Odhikar
#daily_issues #vokta_odhikar #শ্যামবাজার
পুরান ঢাকার শ্যামবাজারে আদা-রসুন, পেঁয়াজের পাইকারী আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
আসন্ন রমজান এবং ঈদকে সামনে রেখে ব্যবসায়ীরা যাতে কোনভাবে ভোক্তাদের জিম্মি করতে না পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করছে ভোক্তা অধিদপ্তর। আদা-রসুন, পেঁয়াজ, সুকনা মরিচসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেন ভোক্তার নাগালের মধ্যে রাখতে তদারকি করছে। আজকের অভিযানে আদা-রসুন, পেঁয়াজসহ বিভিন্ন পণ্যের আমদানি মূল্য এবং পাইকারী মূল্য যাচাই করা হয়। এবং কোনভাবেই যেন ভোক্তাদের জিম্মি করে কৃত্তিম সংকট সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত দাম বাড়ানো না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে দেখা যায়, মূল্য তালিকা হালনাগাত না থাকায় খাঁন জাহান আলী ভান্ডারকে পাঁচ হাজার টাকা এবং মিতালী আড়তকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT
এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues
পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
#vokta_odhidoptor_ovijan
#vokta_odhikar_ovijan
#ভোক্তা_অধিকার
#ভোক্তা_অধিকার_অভিযান
#ভোক্তা_অধিদপ্তরের_অভিযান
#অভিযান
#জরিমানা
#আদা
#রসুন
#রমজানমাস
0 Comments