2 Vues· 10/19/23· Nouvelles et politique

তেল নাকি মবিল দিয়ে চিকেন ফ্রাই | Daily Issues | Vokta Odhikar


news
Les abonnés

#daily_issues #vokta_odhikar #chicken_fry
চিকেন ফ্রাই করার পাত্রে ময়লার স্তর পড়েছে। কত দিন আগের পোড়া তেল তার কোনো হিসেব নেই। সেই পোড়া তেলে চিকেন ফ্রাই করে ভোক্তাদের খাওয়াচ্ছে এলাচী ফাস্ট ফুড এন্ড বিরিয়ানি নামের একটি রেস্টুরেন্ট। ভোক্তা স্বার্থ বিরোধী এমন অপরাধ হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রাজধানীর গ্রীণ রোড এলাকায় অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান, সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং সহকারী পরিচালক তাহমিনা বেগম।

অভিযানে দেখা যায়, চিকেন ফ্রাই করার তেল কালচে রং ধারণ করেছে। রেস্টুরেন্ট মালিক আজকের তেল দাবি করলেও দেখে বোঝার উপায় নেই, এটা আজকের তেল। সন্দেহ হলে সেই তেল ফেলে দিতে নির্দেশ দেওয়া হয়। পরে ফেলতে গিয়ে দেখা যায়, তেল এতোটা কালো বর্ণ ধারণ করেছে, যে এই পোড়া তেল কত দিন আগের তা বুঝতে বাকি থাকে না। তেলের নিচে কালো ময়লার আস্তর পড়েছে। এছাড়া ফ্রাইপেন খুবই নোংরা। নিয়মিত এমন অস্বাস্থ্যকর পোড়া তেলেই চিকেন ফ্রাই করে ক্রেতাদের খাওয়াচ্ছিল রেস্টুরেন্ট ব্যবসায়ী।

ভোক্তা স্বার্থ বিরোধী এমন অপরাধে প্রতিষ্ঠানটিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
চ্যানেল লিংক: https://www.youtube.com/channe....l/UCV7YnUe6oAwZdKSwT

এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
ফেসবুক পেইজ লিংক: https://www.facebook.com/bddailyissues

#vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Montre plus

Suivant