2 Views· 10/19/23· News & Politics
রংপুর মেডিকেলের দুই টয়লেটে বসে দেখা যায় একে-অপরকে//Rangpur Medical College Hospital
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ৯ নং ওয়ার্ডের দুটি টয়লেটের মাঝের দেয়ালের প্রায় ৫ ইঞ্চি ফাঁক দিয়ে দেখা যায় অপর টয়লেট ব্যবহারীকে। ৩য় তলায় অবস্থিত শিশু বিভাগের এই ওয়ার্ডটিতে চারটি টয়লেটের মধ্যে প্রায় ৩টি ট্রয়লেট ব্যবহারের অনুপযোগী। ভুক্তভুগীদের দাবি হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলা ও নজরদারির অভাবে এ অবস্থা।
ওয়ার্ডটিতে পুরুষ মহিলার আলাদা আলাদা টয়লেট চিহ্নিত করে দেয়া হয়নি । প্রকৃতির ডাকে সাড়া দিতে হলে নারী পুরুষ উভয়কেই এই টয়লেটেই আসতে হয়। অপর টয়লেটে নারী ব্যবহারকারী থাকলে পড়ছেন চরম বিপাকে। এখানে নিরাপত্তা ক্ষুন্ন ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ভুক্তভুগীদের।
হাসপাতালের বাথরুম বা টয়লেটে টাইলস লাগিয়ে সুন্দর করার চেয়ে, টয়লেট ব্যবহার ও পয়ঃনিস্কাশনের দিকে মনোযোগ দেয়া বেশি জরুরী মনে করেন ভুক্তভোগীরা। তাদের অভিযোগ এখানে সার্বক্ষনিক ক্লিনার থাকার প্রয়োজন থাকলেও দিনে দুই একবারের বেশি তাদের দেখা যায় না।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক রেজাউল করিমের সাথে কথা বলা হলে তিনি দ্রুত সমাধানের আশ্বাস দেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পদচারণা ১৯৭৬ সালের মার্চ মাস থেকে শুরু হলেও বরাবরই পয়ঃনিষ্কাষণ ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে এই প্রতিষ্ঠানটি।
0 Comments