2 Views· 10/19/23· News & Politics

বাংলাদেশে কার বেতন কত? How much salary does they have in Bangladesh?


news
Subscribers

সাম্প্রতিক সময়ে বেতন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। এই আলোচনার মূলে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বেতন নিয়ে।

আজ আলোচনা করবো বাংলাদেশে কার বেতন কত

যাকে নিয়ে এতো আলোচনা সেই ওয়াসা এমডি এখন বেতন-ভাতা পান মাসে ৬ লাখ ২৫ হাজার টাকা। দেশে সেবাদানকারী যত সরকারি সংস্থা আছে, সবচেয়ে বেশি বেতন-ভাতা পান ওয়াসার এমডি। এই এমডির সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে, তিনি পানির দাম ও নিজের বেতন পাল্লা দিয়ে বাড়াতে পারেন।

অষ্টম জাতীয় বেতন কাঠামো অনুযায়ী, বাংলাদেশে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ মূল বা 'বেসিক' বেতন ৭৮ হাজার টাকা এবং সর্বনিম্ন ৮২৫০ টাকা। ২০১৫ সালে এই কাঠামো অনুমোদন করে সরকার। কাঠামো অনুযায়ী কার বেতন কত জেনে নিন।

বর্তমানে বাংলাদেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এর মূল বেতন মাসে এক লাখ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেতন মাসে এক লাখ ১৫ হাজার। মাসিক বাড়ি ভাড়া এক লাখ টাকা, প্রধানমন্ত্রীর দৈনিক ভাতা তিন হাজার টাকা।

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বেতন পান ১ লাখ ১২ হাজার টাকা।

বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বর্তমানে বেতন পান ১ লাখ ১০ হাজার টাকা।

উচ্চ আদালতের বিচারকরা মাসে বেতন পান ৯৫ হাজার টাকা।

বর্তমানে বাংলাদেশের মন্ত্রীদের বেতন ১ লাখ ৫ হাজার। এ ছাড়া ডেপুটি স্পিকার, বিরোধী দলের নেতা, চিফ হুইপ একই বেতন পান। প্রতিমন্ত্রীর বেতন ৯২ হাজার এবং উপমন্ত্রীর বেতন ৮৬ হাজার ৫০০ টাকা।

বর্তমানে সংসদ সদস্যদের মাসিক বেতন ৫৫ হাজার টাকা।

সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নির্ধারিত বেতন বর্তমানে ৮৬ হাজার টাকা। সর্বোচ্চ স্কেলের মূল বেতন ৭৮ হাজার টাকা হলেও মন্ত্রিপরিষদসচিব ও প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এবং তিন বাহিনীপ্রধানের মূল বেতন ৮৬ হাজার টাকা এবং জ্যেষ্ঠ সচিবদের ক্ষেত্রে ৮২ হাজার টাকা।

বাংলাদেশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে, ন্যূনতম মজুরি বোর্ড অনুসারে, বাংলাদেশে কোনো ন্যূনতম মজুরি আইন নেই, তবে শ্রম আইন বিষয়ক একটি নির্দিষ্ট আইন আছে যা বাংলাদেশ শ্রম আইন ২০১৩ (সংশোধিত) নামে পরিচিত।


বাংলাদেশে ন্যূনতম বেতন পায় পোশাকশিল্পের শ্রমিকরা। কয়েক দফা বেড়ে ৫৩০০ টাকায় পৌঁছেছে শ্রমিকদের মাসিক মজুরি।


২০১৩ সালে গার্মেন্ট সেক্টরে ন্যূনতম মজুরি ধার্য করা হয়েছে ৫৩০০ টাকা। এর মধ্যে মূল বেতন ৩০০০ টাকা, বাসা ভাড়া ১২০০ টাকা, চিকিৎসা ২৫০ টাকা, যাতায়াত ২০০ টাকা এবং খাদ্যভাতা ৬৫০ টাকা। যা এশিয়ার যেকোনো দেশের চেয়ে অনেক কম।

তথ্য: ডয়েচি ভেলি

Show more

Up next


0 Comments